বিশ্বজুড়ে চলছে বিপর্যয়। ক্রমশ আমোদ আহ্লাদ আনন্দ ফিঁকে হয়ে দেখা দিচ্ছে। তবুও আমরা সমাজজিবী জীব হিসাবে এর মাঝেই খুঁজে নিই বেঁচে থাকার আনন্দ। পরিস্থিতি কিন্তু সাহিত্যকে দমিয়ে দিতে পারেনি, যদিও করোনাকালীন পরিস্থিতির দরুণ অধিকাংশ মুদ্রণ সংখ্যা প্রকাশিত হয়নি, কিন্তু সাহিত্যপ্রেমী সম্পাদক বা লেখক ভার্চুয়ালভাবেই বাঁচিয়ে রেখেছেন সাহিত্যকে।
বরং এমতাবস্থায় সাহিত্যিকদের তৃতীয় চক্ষুতে ধরা পড়েছে একাধিক মানবিক ও অমানবিক রূপের সমাহার। এই লগ্নে দাঁড়িয়ে নিউজপিডিয়াও চেষ্টা করেছে সাহিত্যে নতুন মুখ ও উন্নত সৃষ্টি পাঠক ও লেখককে উপহার দেওয়ার। প্রতি শনিবার একাধিক লেখা দিয়ে আপনাদের সামনে ফুটিয়ে তুলেছি নিউজপিডিয়া শনিবারের সাহিত্য পাতা। আমরা ইতিমধ্যেই শনিবারের সাহিত্য পাতা বাদে দুটি বিশেষ সংখ্যা প্রকাশ করতে পেরেছি। নিউজপিডিয়া শারদ সংখ্যা ছিল আমাদের তৃতীয় পরিকল্পনা। যদিও এই তৃতীয় পরিকল্পনায় আমরা সফল হতে পারিনি। শারদ সংখ্যার কাজ সম্পূর্ণ হওয়ার পূর্বেই চলে আসে দীপাবলি। তাই আমরা সিদ্ধান্ত নিই নিউজপিডিয়া শারদ সংখ্যার পরিবর্তে দীপাবলি সংখ্যা পাঠক ও লেখকের সামনে তুলে ধরবো। আমরা আন্তরিকভাবে দুঃখিত এই সংখ্যাটি প্রকাশে বিলম্ব করার জন্য।
পরিশেষে এটুকুই বলার নিউজপিডিয়া পাঠক ও লেখক ছাড়া নিউজপিডিয়া নগণ্য একটি মাধ্যম। তাই আপনারা নিউজপিডিয়ার সঙ্গে থাকুন, আপনাদের মন্তব্য, ভালো লাগা, মন্দ লাগা নিউজপিডিয়ার কাজকে আরও উন্নত করার উন্মাদনা জোগাবে।
লেখক সূচি
কবিতা :প্রভাত চৌধুরী, রঞ্জন চক্রবর্তী,আফজল আলী, তৈমুর খান, সুবীর সরকার,অমিত দে,হরিৎ বন্দ্যোপাধ্যায়,সুমন মল্লিক, গোলাম রসুল, মানিক সাহা,নির্মাল্য ঘোষ, দীপাঞ্জন দাস, ওয়াহিদা খন্দকার,সম্পা পাল, নীলাদ্রি দেব,বিকাশ দাস(বিল্টু),শুভজিৎ বোস, নাসিমা ইয়াসমিন,তন্ময় মন্ডল, সুকুমার হালদার, প্রদীপ কুন্ডু,প্রবীর রায়, খুরশিদ আলম,পঙ্কজ ঘোষ,ওহিদ রেহমান, উত্তমকুমার পুরকাইত,এবাদুল হক,বদরুদ্দোজা শেখু,শঙ্খ মিত্র,বিদ্যুৎ রাজগুরু,সোমের কৌমুদী,ফিরোজ আখতার,শিপ্রা পাল (লাভলী),অজিতেশ নাগ, অম্বরীশ ঘোষ, রবীন বসু, আফজল আলি।
গল্প বিভাগ : সুদীপ চৌধুরী, কণিকা দাস, কৃষ্ণা সাহা, অবাস্তব ডায়েরী,চমক মজুমদার, অনির্বান জানা,দেবাশীষ মুখোপাধ্যায়।
অণুগল্প : আকাশ দত্ত, সম্পা দত্ত দে, সৌমেন ঠাকুর,অক্ষয় কুমার সামন্ত,মৌসুমী চৌধুরী।
ভ্রমণ সাহিত্য : শৌভিক রায়
প্রবন্ধ : ড. রতন ভট্টাচার্য
There are no reviews yet.